মানুষের জীবন-জীবিকা রক্ষা করার আহ্বান খন্দকার মোশাররফের

0

করোনা টিকা প্রাপ্তির বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী . খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, লাখেলাখে টিকার হিসাব দেখালে হবে না, একেক মাসে কোটি কোটি টিকা আসার হিসাব আমরা দেখতে চাই। তাহলেই বাংলাদেশকে করোনার এই ভয়াল গ্রাস থেকে আমরা পরিত্রাণ করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো।

গতকাল বৃহস্পতিবার ( জুলাই) দুপুরে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

লকডাউনে করোনা পরিস্থিতির ভয়াবহতা এবং দিন আনে দিন খায় শ্রেণির মানুষের দৈনন্দিন জীবনজীবিকার দিশেহারা অবস্থা তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।

. মোশাররফ বলেন, সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, টিকার ব্যাপারে রাখঢাক না করে অতি দ্রুত কোটি কোটি ডোজ টিকা আমদানি করার ব্যবস্থা করেন। জনগণকে রক্ষার ব্যবস্থা করেন।

এদেশের মানুষের জীবনজীবিকাকে রক্ষা করেন। তা নাহলে আপনারা এদেশের ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকবেন।

তিনি বলেন, টিকা প্রদানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সারা পৃথিবীতে প্রমাণিত হয়েছে, যেসব দেশ ৭০/৮০ শতাংশ মানুষকে টিকা দিতে পেরেছে তারাই কিন্তু করোনাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। এর কোনো বিকল্প নেই। কিন্তু সরকার পর্যন্ত থেকে শতাংশ মানুষকে টিকা দিতে পারেনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com