সুষ্ঠু ভোট হলে জিততে পারবে না বলেই নির্বাচন নিয়ে তামাশা করছে আ.লীগ সরকার: ফখরুল
সবকিছু নিয়ন্ত্রণ করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে সরকার, সুষ্ঠু নির্বাচন হলে জিততে পারবে না, তাই নির্বাচন নিয়ে তামাশা করছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার (৯ জুন) সকালে রাজধানীর নয়া পল্টনে জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসবকথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সুষ্ঠু ভোটে আওয়ামী লীগ কোনদিন জিততে পারবে না জেনেই ভোট–ভোট খেলা খেলছে। তারা ক্ষমতাকে চিরস্থায়ী করতে সব ধরনের অন্যায়ের আশ্রয় নিচ্ছে, কিন্তু তাদেরকে জয়ী হতে দেয়া যাবে না।
বিএনপির মহাসচিব বলেন, একদিকে করোনা অন্যদিকে আওয়ামী লীগ এই দুই দানব দেশকে তছনছ করে দিচ্ছে। তাদের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে।