অধ্যাপক তারেক শামসুর রেহমানের মৃত্যুতে ফখরুলের শোক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তারেক শামসুর রেহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেনবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৭ এপ্রিল) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, তারেক শামসুর রেহমান বাংলাদেশের একজন খ্যাতিমান গবেষক ছিলেন। আন্তর্জাতিক রাজনীতি, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও বৈদেশিক নীতি নিয়ে তার গবেষণা কর্ম রয়েছে। জাতীয় ওআন্তর্জাতিক রাজনীতি নিয়ে তার বিশ্লেষণ ছিল খুব উঁচুমানের।
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।