প্রিন্স ফিলিপ ছিলেন অসংখ্য তরুণের অনুপ্রেরণা: বরিস জনসন

0

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ ৯৯ বছর বয়সে মারা গেছেন। তাঁর মৃত্যুর খবরে অত্যন্ত দুঃখ পেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

শুক্রবার (০৯ এপ্রিল) ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যুর সংবাদটি পেয়েছি।

প্রিন্স ফিলিপ শুধুমাত্র যুক্তরাজ্যের নয়, কমনওয়েলথভুক্ত দেশ ছাড়িয়ে বিশ্বের মানুষের ভালোবাসা অর্জন করেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি ছিলেন অসংখ্য তরুণের অনুপ্রেরণা।

তিনি রাজ পরিবার এবং রাজতন্ত্রকে সহায়তা করেছিলেন যাতে এটি আমাদের জাতীয় জীবনের ভারসাম্য এবং সুখের জন্য অবিসংবাদিত রূপে গুরুত্বপূর্ণ একটি সংস্থা হয়ে থাকে।

বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানায়, গভীর দুঃখের সঙ্গে রানি তার প্রিয় স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুর ঘোষণা দিয়েছেন।

উইন্ডসর ক্যাসেলে সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com