অস্ট্রেলিয়া ওপেন: তৃতীয় রাউন্ডে জোকোভিচ-সেরেনা
নবম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের অভিযানে আরও একধাপ এগিয়ে গেলেন বিশ্বের এক নম্বর বাছাই নোভাক জোকোভিচ। ৩৩ বছর বয়সী সার্বিয়ান তারকা ৪ সেটের ঘাম ঝরানো জয় পেয়েছেন আমেরিকান ফ্রান্সেস টিয়াফোর বিপক্ষে।
জোকোভিচ ছাড়াও তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ডমিনিক থিয়েম। তবে তৃতীয়দিনেই ছিটকে গেছেন সাবেক চ্যাম্পিয়ন স্টান ভাভারিঙ্কা।
মেয়েদের এককে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সেরেনা উইলিয়ামস। তবে তৃতীয়দিনেই ছিটকে গেছেন পেত্রা কিভিতোভা এবং বিয়াঙ্কা আন্দ্রেস্কুর মতো তারকারা।
দাপুটে জয় পেয়েছেন আমেরিকান কৃষ্ণকলি সেরেনা উইলিয়ামস। ৩৯ বছর বয়সী ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ৬-৩ ও ৬-০ সেটে হারিয়েছেন সার্বিয়ার নিনা স্টোজানোভিচকে। তবে ছিটকে গেছেন সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামস। চোট নিয়ে খেলতে নেমে উইলিয়ামসের বড় জন ৪০ বছর বয়সী তারকা ৬-১ ও ৬-০ সেটে হেরেছেন সারা এরিনার বিপক্ষে।
অন্যদিকে অস্ট্রেলিয়ান ওপেনের ২০১৯ সালের ফাইনালিস্ট নবম বাছাই চেক প্রজাতন্ত্রের কিভিতোভা ৬-৪, ১-৬ ও ৬-১ সেটে হেরেছেন রোমানিয়ার সোরানার সার্সটির বিপক্ষে।
২ বছর পর গ্র্যান্ড স্ল্যামের লড়াইয়ে নেমে অভিযানটা ভালো হয়নি আন্দ্রেস্কুর। তাইওয়ানের শিয়েহ সু-ওয়েইর বিপক্ষে ৬-৩ ও ৬-৩ সেটে হেরেছেন তিনি। ২০১৯ সালের ইউএস ওপেনের পর এবারই প্রথম কোনো প্রধান কোনো টুর্নামেন্টের কোর্টে দেখা গেছে আন্দ্রেস্কুকে।
তবে জয় পেয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের গত বছরের ফাইনালিস্ট গার্বেইন মুগুরুজা। গরমের দিনেও দুর্দান্ত ফর্ম দেখিয়ে রাশিয়ান ল্যুদমিলা সামসোনাভোকে ৬-৩ ও ৬-১ সেটে হারিয়েছেন তিনি। এছাড়া সপ্তম বাছাই বেলারুশের অ্যারেনা সাবালেঙ্কা ৭-৬ (৭-৫) ও ৬-৩ সেটে রাশিয়ার দারিয়া কাসাতকিনাকে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন