সাকিবের জায়গায় মিরপুর টেস্টে খেলবেন সৌম্য
কুঁচকির চোটে ছিটকে যাওয়া সাকিব আল হাসানের জায়গায় মিরপুর টেস্টের বাংলাদেশ দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ টেস্ট দলের হয়ে সর্বশেষ ২০১৯ সালের সেপ্টেম্বরে মাঠে নেমেছিলেন সৌম্য। সেবার বাংলাদেশ সফরে আসা আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলতে দেখা গেছে এই বাঁহাতি ওপেনারকে। ওই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৩২ রান করেছিলেন সৌম্য। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে জায়গা হয়নি তার।
আগামী বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে ক্যারিবীয়দের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় এই ম্যাচটি এখন সিরিজ বাঁচানোর লড়াই হয়ে দাঁড়িয়েছে টাইগারদের সামনে।