রাজধানীতে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।

শনিবার দুপুর আড়াইটায় ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের আয়োজনে রাজধানীর মতিঝিল এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপীবাগের বাসা থেকে শুরু হয় মতিঝিল মধুমিতা সিনেমা হলের সামনে এসে শেষ হয়। এসময় মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।

ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, দক্ষিণ শ্রমিকদলের সভাপতি কাজী মোহাম্মদ আমীর খসরু, সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল, সিনিয়র যুগ্ম সম্পাদক বদরুল আলম সবুজ, দফতর সম্পাদক ও ধানমন্ডি থানা সভাপতি আবু কাওসার ভূঁইয়া, মতিঝিল থানা সভাপতি আনোয়ার হোসেনসহ শতাধিক নেতাকর্মী।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com