গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নজরুলের

0

গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ২০ দলীয় জোটের সমন্বয়কারী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি মনে করেন, দেশে একদলীয় অপশাসন চলছে। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল সভাপতি ও ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা এ এইচ এম কামরুজ্জামান খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গতকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম আরও বলেন, মরহুম এ এইচ এম কামরুজ্জামান খান আজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। কখনও অন্যায়ের কাছে আত্মসমর্পণ করেননি। তিনি মৃদুভাষী, সহনশীল, সজ্জন এবং নির্ভরযোগ্য রাজনীতিবিদ ছিলেন। আমাদের ব্যর্থতা আমরা এতদিন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি। তবে অতীতেও আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। মুক্তিযুদ্ধ করে আমরা সফল হয়েছি।

তিনি বলেন, আমরা একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছি। স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ভোটাধিকার প্রতিষ্ঠা করেছি এবং আমরা এবারও জনগণকে সঙ্গে নিয়ে অপশাসন থেকে মুক্ত হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com