‘লাইভ টেলিকাস্ট’ করতে গিয়ে ভূতুড়ে বাড়িতে বন্দি কাজল

0

এক ভুতুড়ে বাড়িতে একটি টেলিভিশন ভৌতিক ঘটনার সরাসরি সম্প্রচার করতে যায়। কিন্তু ক্যামেরার সামনে অভিনয়ের মধ্যেই একে একে ভৌতিক আবেশে আচ্ছন্ন হয়ে পড়েন কলা-কুশলীরা, ঘটতে থাকে মহাবিপর্যয়।

সিরিজে দেখা যায়, কাজল আগরওয়াল তার দল নিয়ে একটি ভৌতিক বাড়িতে শুটিংয়ের পরিকল্পনা করেন। একজনকে ভূত সাজানো হয়। বিভিন্ন বস্তু-সামগ্রীর নড়াচড়াও কৃত্রিমভাবে ফুটিয়ে তুলে ভৌতিক পরিবেশ তৈরি করা হয়। কিন্তু একসময় এগুলো আর কৃত্রিম থাকে না। সত্যি সত্যিই ঘটতে থাকে একের পর এক ভৌতিক ঘটনা। প্রেতাত্মা ভর করে দলের সদস্যদের ওপর। তোলপাড় হয়ে পড়ে গোটা শহর। পুলিশ ছুটে আসে। কিন্তু সহজ কোনও সমাধানে মুক্তি মেলে না ওই অভিযাত্রীদের।

এমনই একটি ভয়ের গল্প রচনা ও সিরিজটি পরিচালনা করেছেন ভেঙ্কট প্রভু। এটিই ছিল তার স্বপ্নের কাজ। প্রথম সিনেমা হিসেবে এই হরর গল্পটাকেই বানাতে চেয়েছিলেন ভেঙ্কট।

কাজল আগরওয়াল জানান, তার চরিত্রের নাম জেনি। পেশায় একজন টিভি পরিচালক। টিভি শো’কে সফল করতে দারুণ ফন্দি আটেন তিনি। কিন্তু সেই ফন্দির জালে নিজেরাই বন্দি হয়ে পড়েন একসময়। সিরিজটি দর্শকরা দারুণ উপভোগ করবেন বলে কাজলের বিশ্বাস।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com