ইউরোপ সীমান্তে সহিসংতার শিকার শরণার্থীদের জন্যে জাতিসঙ্ঘের উদ্বেগ

0

ইউরোপ সীমান্তের শরণার্থীদের বারবার পুশব্যাক ও বহিস্কারের ঘটনা দিন দিন বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করেছে জাতিসঙ্ঘ।

জাতিসঙ্ঘ শরণার্থী সংস্থা আশ্রয় প্রার্থীদেরঅধিকার নিশ্চিত এবং সহিংসতা তদন্তে একটি স্বাধীন পর্যবেক্ষণ প্রক্রিয়া তৈরির জন্যে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে।

ইউএনএইচসিআরের সুরক্ষা বিষয়ক সহকারী হাইকমিশনার গিলান ট্রিগস বলেন, ইউরোপের বিভিন্ন দেশ শরণার্থীদেও বাধা দিচ্ছে, তাদের জলসীমায় শরণার্থীরা পৌঁছানোর পরও তাদের ফিরিয়ে দিচ্ছে এবং সীমান্তে শরণার্থীদেও ওপর সহিংস হামলা চালানো হচ্ছে বলে সংস্থার কাছে অব্যাহতভাবে খবর আসছে।

তিনি বলেন, এই পুশব্যাক খুবই সহিংস ও পদ্ধতিগত উপায়ে হচ্ছে।

ইউএনএইচসিআর সতর্ক করে বলছে, যারা স্থলভাগ দিয়ে সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা করছে, তাদের গোপনে আটক করেআন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজনীয়তা বিবেচনায় না নিয়ে জোরপূর্বক প্রতিবেশী দেশে ফেরত পাঠানো হচ্ছে।

ইউরোপে শরণার্থীর সংখ্যা কমে যাওয়ার কথা উল্লেখ করে সংস্থাটি বলছে, পরিস্থিতি সামাল দেয়ার মতো।
সংস্থাটি ইউরোপীয় দেশগুলোর প্রতি শরণার্থী সুরক্ষা অঙ্গীকার সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com