ব্রিটেনে বেকারের সংখ্যা বৃদ্ধিতে রেকর্ড
করোনাভাইরাস মহামারির কারণে ব্রিটেনে বেকারের সংখ্যা আরও বেড়েছে। গত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসে বেকারত্বের এই হার ৪ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ৫ শতাংশে দাঁড়িয়েছে। গত পাঁচ বছরের মধ্যে এটি সর্বোচ্চ।
দেশটির ন্যাশনাল স্ট্যাটিসটিকস দপ্তরের তথ্য অনুযায়ী প্রায় ১৭ লাখ ২০ হাজার মানুষ এখন বেকার। গত বছর একই সময়ের তুলনায় এ সংখ্যা ৪ লাখ ১৮ হাজার বেশি।
২০০৯ সালের পর আর কখনো বেকারের সংখ্যা এতো উচ্চ হারে আর বাড়েনি। সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে উৎপাদনশিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানের কর্মীরা। দুই সেক্টরে গত বছরের তুলনায় ৫০ হাজার বেশি মানুষ কাজ হারিয়েছেন।
বৃটেনের অর্থমন্ত্রী ঋষি সুনাক বলেছেন,আমরা যতটা না আশঙ্কা করেছিলাম তার চেয়ে দীর্ঘস্থায়ী হচ্ছে এই সংকট। প্রতিটি চাকরি হারানোই দুঃখজনক ঘটনা।
তিনি আরও বলেন, আমাদের পরিকল্পনা হলো চাকরির ক্ষেত্রে অনুদান ও ঋণ দেওয়া,যাতে প্রতিষ্ঠানগুলো কর্মীদের কাজে রাখতে পারে।