মাশরাফিকে ছাড়িয়ে মুশফিক

0

তৃতীয় ম্যাচে মাঠে নামার সাথে সাথে মাশরাফি বিন মর্তুজাকে ছাড়িয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহীম। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে ম্যাচ খেলা ক্রিকেটার এখন মুশফিক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে তার ক্যারিয়ারের ২২১তম। বাংলাদেশের হয়ে ২১৮ ম্যাচ খেলা মাশরাফি ২০০৭ সালে আফ্রো-এশিয়া কাপে খেলেন দুটি ওয়ানডে। প্রথম ওয়ানডেতে দেশের হয়ে মাশরাফির ২১৮ ম্যাচের রেকর্ড ছাড়িয়ে যান মুশফিক। এবার ওয়ানডেতে তার ২২০ ম্যাচের রেকর্ডও নিজের করে নিলেন তিনি।

নতুন মাইলফলকের ম্যাচে মুশফিক ব্যাট হাতেও ছিলেন দারুণ। করেন দারুণ এক ফিফটি। ৫৫ বলে খেলেন ৬৪ রানের ঝলমলে ইনিংস। তার ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কার মার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com