তারকাদের ধর্ষণ-খুনের হুমকি: বিজেপির বিরুদ্ধে রাজপথে কলকাতা

0

রাজপথে নামছে কলকাতা। কোনো রাজনীতির জন্য নয়। মানুষের কথা বলার অধিকার নিয়ে লড়াই করতে আন্দোলনে সামিল হচ্ছে কলকাতার তারকা ও বিশিষ্ট জনেরা।

সম্প্রতি টলি অভিনেত্রী সায়নী ঘোষ, দেবলীনা দত্ত থেকে শুরু করে সুরকার ও পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়কে একাধিক হুমকির মুখে পড়তে হয়েছে। তারা নিজেদের মত প্রকাশ করে বিক্ষোভের মুখে পড়েছেন। আর তার পর থেকেই ধর্ষণের হুমকিতে জর্জরিত টলি অভিনেত্রীরা। খুনের হুমকি দেয়া হচ্ছে পুরুষ তারকাদের।

এছাড়াও নানা সাম্প্রদায়িকতা ও রাজনৈতিক ঘোঁড়ামিতে নাজেহাল দেশটির মানু্ষের এক অংশ। মহিলা হলে তো কথাই নেই! ‘গণধর্ষণ’-এর হুমকি আসতে এক মুহূর্ত সময় লাগছে না। অনলাইনে ক্রমাগত ধর্ষণ ও খুনের হুমকি পেতে পেতে বিধ্বস্ত শিল্পীদের কিছু অংশ। বাংলার মাটিতে সেই হুমকির বিরুদ্ধে সোচ্চার হতে পদক্ষেপ নিতে চলেছেন বিশিষ্টজনেরা।

থাকছে না কোনো রাজনৈতিক রঙ। কেবল মাত্র মানবিকতার পতাকা উড়িয়ে ভিড় জমবে মেট্রো চ্যানেলে আজ ২৫ জানুয়ারি দুপুর ৩টায়।

মূল উদ্দেশ্য বিজেপির বিরুদ্ধে হলেও সবরকম ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে এই প্রতিবাদ সভার উদ্যোগ নেওয়া হয়েছে। সভার নাম দেওয়া হয়েছে, ‘এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার।’

পোস্টারেই তুলে ধরা হয়েছে সভার বক্তব্য। এক মহিলার ছবি আঁকা। যার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। ছবির নীচে একটি পরিচ্ছেদে প্রকাশিত হয়েছে প্রতিবাদীদের অভিব্যক্তি। তারই কিছু পংক্তি তুলে ধরা হল, ‘এই মাটি নারীর সম্মান রক্ষার জন্যে সবার আগে সমস্ত মৌলবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আজও হবে না। কোনও নারীকে অপমান করা, তাকে ট্রোল করা, তার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা বাংলার সংস্কৃতি নয়।’

প্রতিবাদ সভায় থাকছেন অভিনেত্রী দেবলীনা দত্ত, সায়নী ঘোষরা। আরও যোগ দিচ্ছেন এই প্রতিবাদে রাজ চক্রবর্তী, মহিলা কমিশনের অধ্যক্ষা লীনা গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, ঋদ্ধি সেনের মতো মানুষরাও ।

সভার উদ্যোক্তা পরিচালক রাজ চক্রবর্তী।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com