বিএনপির মেয়রপ্রার্থীর প্রচরণায় ছাত্রলীগের হামলা

0

সিংড়ায় পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তায়জুল ইসলামের প্রচরণায় হামলার অভিযোগ উঠেছে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে।

হামলায় পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিলন হোসেন ওরফে রাকিব আহত হন। আহত মিলন নিঙ্গইন মহল্লার আবুল কালামের ছেলে।

এ সময় আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। রোববার সন্ধ্যায় সহকারী রিটানিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী তায়জুল ইসলাম।

অভিযোগে বলা হয়েছে রোববার দুপুরে পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের নিঙ্গইন এলাকায় গণসংযোগ করতে গেলে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা এই হামলা চালায়।

এ বিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com