রাজনীতি থেকে ইসলামকে আলাদা করার সুযোগ নেই: হাসান সরকার

0

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, ইসলাম মানেই রাজনীতি, রাজনীতি থেকে ইসলামকে আলাদা করে দেখার সুযোগ নেই। কোনো মুমিন ধর্ম নিরপেক্ষ রাজনীতি করতে পারে না। ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ।

গতকাল রোববার মরহুম আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শহরের রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ে গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে জিএস আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও আব্দুস সালামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: মাজহারুল আলম, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুর রহিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো: সোহরাব উদ্দিন।

আরো বক্তব্য রাখেন ভিপি আশরাফ হোসেন টুলু, শওকত হোসেন সরকার, রাশেদুল ইসলাম কিরণ, বসির আহমেদ বাচ্চু, শাহাদাত হোসেন শাহিন, সাইফুল ইসলাম টুটুল, ফারুক হোসেন খান, আব্দুর রহিম, মাহবুবুর রশিদ খান শিপু, আজিজুল হক রাজু মাস্টার, দীপা চৌধুরী, সিরাজুল ইসলাম, জিল্লুর রহমান মাসুম, সিদ্দিক হোসেন প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন আহমেদ আলী রুশদী, অধ্যাপক নজরুল ইসলাম, প্রভাষক বসির উদ্দিন, মনিরুল ইসলাম বাবুল, সাজ্জাদুর রহমান মামুন, জৈনুদ্দিন মোড়ল, তাজুল ইসলাম বেপারী, শামসুদ্দোহা সরকার তাপস, মইজ উদ্দিন তালুকদার, অ্যাডভোকেট আব্দুল হালিম, বাবুল হোসেন, হাজী মো: স্বপন প্রমুখ।

কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম বলেন, জিয়াউর রহমান জীবন বাজি রেখে যখন যুদ্ধ করছিলেন তখন এদেশের জনগণকে অরক্ষিত রেখে অনেকে বিদেশ পাড়ি জমিয়েছিলেন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন বলেন, পাকিস্থানী হানাদার বাহিনীর কাছে যখন স্ত্রী-সন্তানরা জিম্মি সেই কঠিন অবস্থায়ও জিয়াউর রহমান হাল ছাড়েননি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com