তেল-গ্যাস খাতে মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে: ইরান

0

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, তেল ও গ্যাস খাতে মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে।

তিনি আজ (রোববার) রাজধানী তেহরানে আন্তর্জাতিক তেল, গ্যাস ও পেট্রোক্যামিকেল মেলা পরিদর্শনের সময় এ কথা বলেন।

জাহাঙ্গিরি বলেন, নিষেধাজ্ঞা ব্যর্থ হওয়ার অর্থ হলো তাদের নিষেধাজ্ঞার কারণে কোনো প্রকল্প থেমে যায়নি। তেল ও গ্যাস খাতে এটা প্রমাণিত।

তিনি বলেন, গত তিন বছরের কঠোর নিষেধাজ্ঞার মধ্যে পারস্য উপসাগরে বিদবুলান্দ গ্যাস শোধনাগার নির্মাণ ও চালু করা হয়েছে। এই বিশাল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রমাণিত হয়েছে তাদের নিষেধাজ্ঞা ব্যর্থ।

ইরানের ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের তেলজাত পণ্যের রপ্তানি অতীতের সব রেকর্ড ভেঙেছে। তেলজাত পণ্যের রপ্তানি চার গুণ বেড়েছে।

গত শুক্রবার থেকে রাজধানী তেহরানে ২৫তম আন্তর্জাতিক তেল, গ্যাস ও পেট্রোক্যামিকেল মেলা শুরু হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com