আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রোববার বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী , ব্যার্রিস্টার শাহজাহান ওমর, আব্দুল কাইয়ূম, শওকত মাহমুদ, আহমদ আযম খান, আব্দুল আউয়াল মিন্টু, ডা. জাহিদ, চেয়ারপার্সন এর উপদেষ্টা আব্দুস সালাম, আমান উল্লাহ আমান, ঈসমাইল জবিউল্যাহ, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শ্যামা ওবায়েদ, আশরাফ উদ্দিন নিজান, আজিজুল বারী হেলাল, শামছুর রহমান শিমুল বিশ্বাস, অধ্যাপক শাহেদা রফিক, মেহেদী আহমেদ রুমি, খন্দকার মুক্তাদির আহমেদ, কর্ণেল শাহজাহান, তাহমিনা রুশদীর লুনা, অনিন্দ্য ইসলাম অমিত, আমিনুল হক, সাইফুল আলম নীরব, ড্যাব সভাপতি ডা. আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারন সম্পাদক সাদেক আহমেদ খান, বিএনপির সহ দফতর সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, ঢাকা মহানগর দক্ষিন এর সাধারন সম্পাদক কাজী আবুল বাশার, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার, ছাত্রদল সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।