দেবতার অপমান: শিল্পীদের জিভ কাটতে ১ কোটি রুপি পুরস্কার!

0

হিন্দু দেবতার অপমান। তার প্রতিশোধে ওয়েব সিরিজের কলাকুশলীদের জিভ কেটে আনতে পারলে মিলবে ১ কোটি টাকার পুরস্কার। এমনই এক হুমকি দিয়েছে ভারতের কট্টরপন্থি হিন্দু সংগঠন কর্ণি সেনা।

সংগঠনের নেতা অজয় সেঙ্গার হুমকির সুরে বলেন, ‘সম্প্রতি মুক্তি পাওয়া সাইফ আলি খান অভিনীত ‘তাণ্ডব’ সিরিজের যে শিল্পীরা হিন্দু দেবতাকে অপমান করেছেন, তাদের জিভ কেটে আনলে ১ রুপি টাকা পুরস্কার দেব।’

পরিচালক আলি আব্বাস জাফরের ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ নিয়ে চলছে তাণ্ডব। বিতর্ক থামছেই না। বরং দিনদিন এই বিতর্কে তেল-ঘি ঢালা হচ্ছে নানা মন্তব্যে। সেই তালিকায় এবার যোগ দিলেন মহারাষ্ট্র কর্ণি সেনা প্রধান অজয় সেঙ্গার।

তার হুমকিতে আবারও আলোচনায় উঠে এসেছে ‘তাণ্ডব’। শুধু হুমকি দিয়েই থামেননি সেঙ্গার। সাফ জানিয়ে দিয়েছেন, ‘‘তাণ্ডব’ নির্মাতারা ক্ষমা চেয়েছেন, তবে সেটা যথেষ্ট নয়।’

এ বিতর্কে নির্মাতাদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রসহ দেশের বিভিন্ন প্রান্তে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। সম্প্রতি, লখনউ-এর হজরতগঞ্জ কোটওয়ালিতে ‘তাণ্ডব’ নির্মাতাদের বিরুদ্ধে একটি এফআইআর হয়। যাতে আমাজন প্রাইম ইন্ডিয়ার প্রধান, পরিচালক আলি আব্বাস জাফর, প্রযোজক হিমাংশু কৃষ্ণ মেহরা, চিত্রনাট্যকার গোরব সোলাঙ্কির নাম রয়েছে।

যদিও ইতিমধ্যেই ‘তাণ্ডব’ সংশ্লিষ্টরা ওয়েব সিরিজ থেকে বিতর্কিত অংশ বাদ দিয়েছেন। এখানে দেখা গিয়েছে হিন্দুদের দেবতা রাম ও শিবকে নিয়ে উপহাস করা হয়েছে। আর এতেই ক্ষেপেছেন ভারতের হিন্দু ধর্মের অনুসারীরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com