যশোরের শার্শায় ধর্ষণের শিকার ৬ বছরের শিশু

0

যশোরের শার্শায় ধর্ষণের শিকার হয়েছে ছয় বছর বয়সের এক শিশু। শনিবার সন্ধ্যায় রামপুর গ্রামে বিল্লাহ হোসেনের নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সাগর হোসেন (১৫) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি রামপুর গ্রামের শাহাজান আলির ছেলে।

এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কবির হোসেন জানান, ঘটনাটি জানার পর শিশুটির মা-বাবাকে থানায় পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান, শিশু ধর্ষণের ঘটনায়ে একটি মামলা হয়েছে। মামলার আসামি সাগর হোসেনকে আটক করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com