প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শনিবার (২৩ জানুয়ারি) রাত ১১ টায় ভুক্তভোগীর বাবা সজিব (২০) নামের একজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, এক মাস ধরে আসামি সজিব ভুক্তভোগী স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সোমবার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটায় সিদ্ধিরগঞ্জের বৌবাজার এলাকায় আসামি সজিব তার নিজ বাড়িতে কথা বলার জন্য ডেকে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।