ঊনসত্তরের মতো গণঅভ্যুত্থান ঘটিয়েই আ.লীগ সরকারকে বিদায় করতে হবে: মান্না

0

ঊনসত্তরের মতো আরও একটি গণঅভ্যুত্থান ঘটিয়েই বর্তমান আ.লীগ সরকারকে বিদায় করতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না। 

তিনি বলেছেন, ‘৬৯-এর ২৪ জানুয়ারির মতো একটি গণঅভ্যুত্থান ছাড়া এ সরকার যাবে না। আগামী এক বছরের মধ্যে আরেকটি গণঅভ্যুত্থান তৈরির জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। সেই গণঅভ্যুত্থানে সবাইকে এক মঞ্চে দেখতে চাই।’

রবিবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নাগরিক ঐক্যের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আপনাদের যদি এক মঞ্চের নিচে আসতে সমস্যা হয় তবে আমরা যেভাবে এরশাদ সরকারকে আক্রমণ করেছিলাম, যেভাবে দল-মত নির্বিশেষে যুগপদভাবে একই কর্মসূচি, একই দিনে একই সময়ে করেছিলাম, ঠিক সেভাবেই আপনাদের একসঙ্গে হয়ে আন্দোলনে নামতে হবে। যদি আন্দোলনে নামতে না পারেন তাহলে এই সরকারকে নামাতে পারবেন না। আমরাও বাঁচবো না।’

তিনি আরও বলেন, ‘বিদেশের টিকা এখন দেশে এসেছে। যারা বিদেশ গিয়ে চিকিৎসা নেয় তাদেরকে এখন সবার আগেই টিকা দেয়া উচিত। একজন নার্সকে টিকাদানের মাধ্যমে কেন কর্মসূচির উদ্বোধন করা হবে। এ টিকা প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি নিয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা উচিত। তাহলে দেশের মানুষের এ টিকার প্রতি আত্মবিশ্বাস বাড়বে।’

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুউল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিবসহ অন্যান্য সংগঠনের নেতারা বক্তব্য দেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com