যৌতুকের সর্বোচ্চ শাস্তি কী?: আইনি পরামর্শ

0

যৌতুক এক ধরনের সামাজিক ব্যাধি। যৌতুক নেয়া দেশের আইন ও ইসলামে নিষিদ্ধ হলেও এখনও এই প্রথা রয়ে গেছে। ফলে প্রতিদিনই ঘটছে বিবাহবিচ্ছেদ ও নারী নির্যাতনের মতো ঘটনা। এখানেই শেষ নয়, হত্যার শিকার হচ্ছেন অনেক নারী।

যৌতুকের সংজ্ঞা

বিয়ের সময় মেয়েপক্ষের কাছ থেকে ছেলেপক্ষের আর্থিক বা অন্য কোনো সুবিধা নেয়াকে সাধারণত যৌতুক বলা হয়ে থাকে। তবে আইনে বিয়ের শর্ত হিসেবে বর বা কনেপক্ষের দাবিদাওয়াকে যৌতুক বলে।

১৯৮০ সালের যৌতুক নিরোধ আইন অনুযায়ী, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিয়ের আগে ও পরে বা বিয়ে চলাকালে যে কোনো সময় যে কোনো সম্পদ বা মূল্যবান জামানত হস্তান্তর করে বা করতে সম্মত হওয়া। যৌতুক গ্রহণ ও যৌতুক প্রদান অপরাধ হিসেবে গণ্য হবে।

যৌতুকের শাস্তি

যৌতুক নেয়া শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ পাঁচ বছর এবং সর্বনিম্ন এক বছর কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com