জনগণের বৈধ সম্মতি ছাড়া রাষ্ট্র পরিচালনা হবে অবৈধ ও অনৈতিক: আ স ম রব
আ স ম রব বলেন, ‘রাষ্ট্রকে দলের হাতিয়ারে পরিণত করা যায় না। রাষ্ট্রের একমাত্র মালিকানা হচ্ছে জনগণের। সুতরাং জনগণের বৈধ সম্মতি ছাড়া রাষ্ট্র পরিচালনা হবে অবৈধ ও অনৈতিক। জনগণের সম্মতি ব্যতিরেকে রাষ্ট্রকে দলের হাতিয়ারে পরিণত করার রাজনীতি প্রজাতন্ত্রের দার্শনিক ভিত্তি বিনষ্ট করে দেয় এবং রাষ্ট্র ক্রমাগত জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাষ্ট্র এবং জনগণের বিচ্ছিন্নতায় রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে। ’
তিনি বলেন, ‘রাষ্ট্রের এ ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে উত্তরণের একমাত্র বিকল্প হচ্ছে জনগণের সম্মতি, সমর্থন ও জাতীয় ঐক্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে আমাদের অবশ্যই আত্মসমীক্ষাপূর্বক রাজনীতিতে গুণগত পরিবর্তন নিশ্চিত করতে হবে। ’
গতকাল শনিবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় তিনি এসব কথা বলেন।