কোলকাতাসহ দেশে ৪ টি রাজধানী চাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

0

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোলকাতা শহরসহ দেশের ৪ টি শহরে রাজধানী হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। তিনি আজ (শনিবার) নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে কোলকাতায় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ইংরেজরা একদিন কোলকাতা থেকে ভারতবর্ষ চালাতো। এমনি এমনি কোলকাতাকে বাছাই করা হয়েছিল? আজকে ভারতবর্ষের রাজধানী কোলকাতা কেন হবে না? আমি তো মনে করি ভারতবর্ষের রাজধানী কোলকাতা হতে হবে।’

মমতা বলেন, ‘আমি কেন্দ্রীয় সরকারকে বলব, ভারতের রাজধানী ভারতের ৪ টে প্রান্তে একটা দক্ষিণ, একটা উত্তর, একটা পূর্ব এবং আরেকটা নর্থ-ইস্টার্ন করা উচিত বলে আমি মনে করি। একটা রাজধানী কেন থাকবে? চারটে থাকবে। সংসদীয় অধিবেশন কেন একটা জায়গায় সীমাবদ্ধ থাকবে? দিল্লিতে কী আছে? দিল্লিতে তো সব অধিকাংশ  বাইরের লোকজন। দিল্লির মানুষজন অবশ্য খুব ভালো। তারা সহ্যও করে, আমাদের  সবাইকে গ্রহণও করে। দিল্লির সরকারকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমার সঙ্গে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের খুব ভালো সম্পর্ক রয়েছে। ওদের সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে কাজ করতে দেওয়া হয় না। আমি বলব ভারতের চারটি জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে সংসদের চারটি অধিবেশন করা উচিত। আমরা প্যারোকিয়াল নই। আমরা সবার জন্য বলছি। একটা দক্ষিণে, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ বা কেরালায় কেন হবে না? একটা উত্তর প্রদেশে, পাঞ্জাব, রাজস্থান অথবা মধ্য প্রদেশে কেন হবে না? একটা পূর্বে বিহার, উড়িষ্যা, বাংলার কোলকাতায় কেন হবে না? আরেকটা উত্তর-পূর্বাঞ্চলকে কেন্দ্র করে কেন হবে না?’

কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে ‘এখন কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে কোনও বিষয়ে কথা বলে না। আলোচনা করে না। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস হয়ে গেছে’ বলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com