কলকাতার সিনেমায় ‘প্রস্তাব’ ফেরালেন না জয়া
দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান। গেল কয়েক বছর ধরেই তিনি কলকাতার সিনেমায় নিয়মিত অভিনেত্রী। কাজ করেছেন নামীদামি নির্মাতাদের সঙ্গে। নতুন বছরের প্রথম মাসে কলকাতার নতুন আরও এক সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর জানালেন জয়া।
জয়া জানান, ‘ওসিডি’ নামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ছবিটি পরিচালনা করবেন সৌকর্য ঘোষাল। আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এ সিনেমার শুটিং।
এখানে একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করবেন জয়া। তার ধূসর অতীত রয়েছে। সেই জীবন এক রোগী জেনে ফেলায় তাকে হত্যা করে সে। এরপর তার পথের কাঁটাদেরও ধীরে ধীরে সরিয়ে ফেলতে উদ্যত হয় সে।
এর আগে একই পরিচালকের ‘ভূতপুরী’ নামের আরেকটি সিনেমায় অভিনয় করেছেন জয়া। ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।
জয়া আহসান বলেন, ‘সিনেমাটি সাইকোলজিক্যাল ড্রামা ঘরানার। এখানে প্রধান ভূমিকাতেই অভিনয় করছি। সঙ্গে পাবো অনসূয়া মজুমদার, কৌশিক সেন, কণীনিকা বন্দোপ্যাধায়সহ অনেক মেধাবী শিল্পীদের।’