ম্যাক্সওয়েলকে ‘উচিত শিক্ষা’ দিলেন প্রীতি জিনতা!

0

পছন্দের ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলকে দল থেকে ছেড়ে দিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক প্রীতি জিনতা। আইপিএলের ১৪ তম আসরের নিলামের আগে অকি ক্রিকেটারকে দলের তালিকা থেকে বাদ দিয়েছেন দলটির কর্তৃপক্ষ।

অস্ট্রোলিয়ার হয়ে সীমিত ওভারে ভালো ক্রিকেট খেললেও গত আইপিএলে চরম ব্যর্থ হয়েছেন ম্যাক্সওয়েল। পুরো টুর্নামেন্টে ১৩ ম্যাচ খেলে করেছিলেন মাত্র ১০৭ রান, মারতে পারেননি একটিও ছক্কা। তাই এই হার্ডহিটারকে বাদ দেওয়াটাকে ম্যাক্সওয়েলের জন্য ‘উচিত শিক্ষা’ হিসেবেই দেখা হচ্ছে।

ম্যাক্সওয়েল ছাড়াও ক্যারিবীয় বোলার শেলড্রন কট্রেল, কিউই তারকা জেমি নিশাম ও আফগান তারকা মুজিব-উর- রহমানকেও ছেড়ে দিয়েছে দলটি।

মুম্বাই ইন্ডিয়ানম ও দিল্লির মতো দলের হয়ে খেললেও ম্যাক্সওয়েলকে সবাই চেনে ‘পাঞ্জাবের ম্যাক্সওয়েল’ বলেই।
আইপিএলে নিজের সেরাটা এই দলের হয়েই দিয়েছেন অজি অলরাউন্ডার। ২০১৪ সালে আসরে ১৬ ম্যাচে প্রায় ১৮৮ স্ট্রাইক রেটে ৫৫২ রান করে পাঞ্জাবকে ফাইনালে তুলেছিলেন তিনি। আসরে হাঁকিয়েছিলেন ৩৬ টি ছক্কাও। সেই ম্যাক্সওয়েলই গত আসরে একটি ছক্কাও মারতে পারেননি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com