পম্পেওসহ ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের নিষেধাজ্ঞা চীনের
সদ্য সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ ট্রাম্প প্রশাসনের বেশ কিছু শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন।
কাতারভিত্তিক আলজাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার পরেই এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে চীন পররাষ্ট্র মন্ত্রণালয়।
চীন নিয়ে নীতিতে কড়া মনোভাব পোষণ করতেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার ফলে একাধিক ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা লেগেই ছিল। ট্রাম্পের বিদায়ের সঙ্গে সঙ্গে তার কর্মকর্তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল বেইজিং।
মোট ২৮ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীনা সরকার। পম্পেও ছাড়াও সেখানে আছেন ট্রাম্পের বাণিজ্য বিষয়ক উপদেষ্টা পিটার নাভারো, জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা রবার্ট ও’বেরিন, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ডেভিড স্টিলওয়েল, স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার এবং জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত ক্যালি ক্র্যাফট।
এ ছাড়া জাতীয় নিরাপত্তা বিষয়ক ট্রাম্পের আরেক সাবেক উপদেষ্টা জন বল্টন এবং সাবেক উপদেষ্টা স্টিফেন ব্যাননের ওপরেও এ পদক্ষেপ নিয়েছে বেইজিং।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, স্বার্থপর রাজনৈতিক স্বার্থ, চীনের বিরুদ্ধে বিদ্বেষ ও ঘৃণা প্রকাশ এবং চীনা ও মার্কিন নাগরিকদের কোনো স্বার্থের প্রতি গুরুত্ব না দেওয়ার কারণে ট্রাম্প প্রশাসনের এসব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।