পশ্চিমবঙ্গে রাজনৈতিক মিছিল থেকে গুলি মারার স্লোগানে বিতর্ক

0

(বুধবার) চন্দননগরে বিজেপির একটি মিছিল থেকে দেশের বিশ্বাসঘাতকদের গুলি করার স্লোগান উঠেছে। নিজেদের স্লোগানের বিষয়ে সাফাই দিয়ে বিজেপি নেতা সুরেশ সাউ বলেছেন, দেশের বিশ্বাসঘাতকদের গুলি করার জন্য সেনাবাহিনীর উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন তিনি। এরমধ্যে কোনও বিতর্ক থাকতে পারে না।  

(মঙ্গলবার) টালিগঞ্জ  থেকে হাজরা পর্যন্ত তৃণমূলের শান্তি মিছিলে প্রায় একইধরণের স্লোগান ওঠে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া  নেতাদের ‘গাদ্দার’ (বিশ্বাসঘাতক) বলে অভিহিত করেছেন তৃণমূল নেতারা। ওইদিন মিছিলে অংশগ্রহণকারীদের কেউ কেউ ‘বাংলার গাদ্দারদের’ গুলি মারার স্লোগান দেন। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে ওই স্লোগানকে সমর্থন করা হয়নি। বরং নিন্দা করা হয়েছে। সেই ঘটনার জের না কাটতেই আজ বিজেপির মিছিল থেকে ‘দেশের গাদ্দারদের’ উদ্দেশ্য করে তাদের গুলি মারার স্লোগান উঠলো।   

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আজ বলেন, প্রকাশ্যে মিছিলে ‘গোলি মারো’ স্লোগান সমর্থনযোগ্য নয়। বিজেপি আজকে দেশের মধ্যের একটা অংশকে গুলি মারার স্লোগান দিচ্ছে! এটা রাজনীতি? এই রাজনীতিটাই বিজেপি ছড়াচ্ছে। আমি এর তীব্র নিন্দা করছি। বিজেপির নেতারা যেন এরপরে আর মুখ না খোলেন। কারণ ওনারা গুলিটাও জাস্টিফাই করতে পারছেন না।’

‘সেনার পাশে দাঁড়ানো, আর দেশের মধ্যে থাকা একাংশকে,  সেনাকে বলছি গুলি মারো-এটা তো আরও বিপজ্জনক কথা! আরও উসকানিমূলক কথা! আরও প্ররোচনা, উত্তেজনা ছড়ানো। এটা হতে পারে না’ বলেও মন্তব্য করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com