বাইডেনের শপথে ওয়াশিংটন সেনানিবাসে রূপ নিয়েছে: রুহানি

0

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শেষ দিন। আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের এই দিনে ওয়াশিংটন একটি সেনানিবাসে রূপান্তরিত হয়েছে।

প্রেসিডেন্ট রুহানি (বুধবার) তেহরানে মন্ত্রিপরিষদের এক বৈঠকে বলেন, মার্কিন নীতি আজ যেভাবে একঘরে হয়ে পড়েছে তা ট্রাম্পের অপকীর্তির ফসল। তিনি বলেন, আজকে পররাষ্ট্র নীতি, আন্তর্জাতিক সংস্থা, ফিলিস্তিন ইস্যু, পরমাণু সমঝোতাসহ আন্তর্জাতিক অন্যান্য বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের ভূল নীতির কারণে আমেরিকা একঘরে হয়ে পড়েছে।  

ট্রাম্পের অপকীর্তির কারণেই মার্কিন সমাজ আজ বিভক্ত হয়ে পড়েছে তা উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, ট্রাম্প তার চার বছরের শাসনামলে তার নিজ দেশের জনগণ এবং বিশ্ববাসীর জন্য নিপীড়ণ এবং অত্যচার বয়ে আনা ছাড়া আর কোনো সফলতা নেই ।    

মার্কিন প্রশাসনের সন্ত্রাসবাদের প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট রুহানি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একজন জেনারেলকে প্রকাশ্যে হত্যার কথা স্বীকার করেছেন যিনি সে সময় অন্য একটি দেশের মেহমান ছিলেন। এই ঘৃণ্য কর্মকাণ্ডের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প মার্কিন ইতিহাসে সন্ত্রাসবাদের একটি কলঙ্কের ছাপ তৈরি করে দিয়ে গেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com