জনসনের কড়া সমালোচনা করলেন তেরেসা মে
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কড়া সমালোচনা করলেন সাবেক প্রধানমন্ত্রী তেরেসা মে।
ডেইলি মেইলে তেরেসা মে একআর্টিকেলে এ সমালোচনা করছেন। গত দেড় বছরে হাউজ অব কমন্সে ব্রেক্সিট ইস্যুতে উত্তর আয়ারল্যান্ড, গুড ফ্রাইডে চুক্তি নিয়ে একাধিকবার একে অন্যের অবস্থানের সমালোচনা করেছেন তারা দুজন।
তবে এবার মে দাবি করেছেন জনসন ব্রিটেনের বৈশ্বিক নেতৃত্বের নৈতিকতা হারিয়েছেন। ব্র্রেক্সিট চুক্তির সময়ে আন্তর্জাতিক আইন ভাঙার হুমকি দিয়ে অন্যান্য রাষ্ট্রের কাছে ব্রিটেনের গ্রহণযোগ্যতা কমিয়ে ফেলেছেন।