১২২ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাত্র ১২২ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। টসে হেরে ব্যাট করতে নেমে মোস্তাফিজ, সাকিব আর হাসান মাহমুদদের আক্রমণের মুখে ওয়েস্ট ইন্ডিজ নিঃশর্ত আত্মসমর্পণ করে। কাইল মায়ার্সের ৪০ ছাড়া আর কেউ তেমন কোনো রানই তুলতে পারেননি।
সাকিব আল হাসান আর হাসান মাহমুদ নিয়েছেন ৩টি করে উইকেট। আর মোস্তাফিজুর রহমান ২টি ও মেহেদি হাসান ১টি উইকেট নিয়েছেন।