পাকিস্তানের সঙ্গে সামরিক শক্তি জোরদার করবে কাতার
পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে কাতার। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে সোমবার দোহার আয়োজনে উভয় দেশের সামরিক বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে উপসাগরীয় দেশটির পক্ষে নেতৃত্ব দেন সেনাবাহিনীর চিফ অব স্টাফ গানিম বিন শাহীন আল-গানিম এবং পাকিস্তানের পক্ষে বিমান বাহিনীর চিফ অব স্টাফ মুজাহিদ আনোয়ার খান। বৈঠকে দুই দেশের সামরিক বাহিনী সহযোগিতা শক্তিশালীকরণের উপায় নিয়ে আলোচনা করা হয়।
এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সামরিক বাহিনী প্রধান উভয় দেশের সামরিক সহযোগিতার সম্পর্ক নিয়ে পর্যালোচনা করেন। এতে উভয় দেশের সামরিক বাহিনী শক্তিশালী ও উন্নয়নের বিষয়টি স্থান পেয়েছে। এ সময় উভয় দেশের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিবৃতিতে বৈঠক সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
খবরে বলা হয়েছে, ফ্রেব্রুয়ারিতে দোহায় পাকিস্তান ও কাতারের বিমান বাহিনী যৌথ সামরিক মহড়া দেওয়ার কথা রয়েছে।