লাল কার্ডের পর দুই ম্যাচ নিষিদ্ধ মেসি
স্প্যানিশ সুপার কোপার ফাইনালে লাল কার্ড দেখা লিওনেল মেসিকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) দেওয়া এই শাস্তির বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা।
রবিবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে সুপার কাপের ফাইনালে লাল কার্ড দেখেন মেসি। বার্সেলোনায় আর্জেন্টাইন তারকার ক্যারিয়ারে যে ঘটনা প্রথম।
৩৩ বছর বয়সী মেসি বার্সেলোনায় তার আগের ৭৫৩ ম্যাচে কখনোই লাল কার্ড দেখেননি।
অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটাও শেষ পর্যন্ত ৩-২ গোলে হারে বার্সেলোনা। লাল কার্ডের ঘটনাটি ঘটে ম্যাচের অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে।
মাঝমাঠ থেকে আক্রমণে ওঠার চেষ্টায় ছিলেন মেসি। তখন প্রতিপক্ষের আসিয়ের তাকে বাধা দিতে গেলে মেজাজ হারিয়ে আঘাত করে বসেন তিনি। ভিএআরের সাহায্যে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মাঠে আগ্রাসী আচরণের জন্য চার থেকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারতেন মেসি। কিন্তু ম্যাচ রিপোর্টে এটাকে ‘খেলার সময় সহিংসতা’ হিসেবে উল্লেখ করা হয়েছিল, যার শাস্তি দুই থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা।
মেসির ওপর দেওয়া নিষেধাজ্ঞা বহাল থাকলে শুক্রবার কোপা দেল রে-তে কর্নেলা ও রবিবার লা লিগায় এলচের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।