অনুন্নত দেশগুলো করোনার টিকা না পাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্ষোভ
অনুন্নত দেশগুলো করোনাভাইরাসের টিকা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসুস।
তিনি বলেন, গরিব দেশগুলোয় করোনার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আগে ধনী দেশগুলোর কম বয়সী ও স্বাস্থ্যবান লোকজনের টিকা পাওয়াটা মোটেই ঠিক নয়। ধনী দেশগুলোর ‘আমিই প্রথম’ নীতি আত্মঘাতী হবে। কারণ, এই নীতি টিকার দাম বাড়িয়ে দেবে। টিকার মজুতকে উৎসাহিত করবে। শেষ পর্যন্ত এসব কর্মকাণ্ড মহামারিকে কেবল দীর্ঘায়িতই করবে। এটা থামাতে বিধিনিষেধ দরকার।
জেনেভায় ডব্লিউএইচওর নির্বাহী বোর্ডের এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, বিশ্ব এক বিপর্যয়কর নৈতিক ব্যর্থতার দ্বারপ্রান্তে রয়েছে। আর এই ব্যর্থতার মূল্য বিশ্বের দরিদ্রতম দেশগুলোয় জীবন ও জীবিকা দিয়ে দিতে হবে।
তিনি বলেন, বিশ্বের ৪৯টি ধনী দেশে ইতিমধ্যে ৩৯ মিলিয়ন ডোজের বেশি করোনার টিকা দেওয়া হয়েছে। অন্যদিকে, একটি গরিব দেশে মাত্র ২৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। ২৫ মিলিয়ন নয়, ২৫ হাজারও নয়, মাত্র ২৫টি। এই নীতি টিকার দাম বাড়িয়ে দেবে। এটা থামাতে বিধিনিষেধ দরকার।