দেশে প্রতিদিন ৪ জনের বেশি নারী ধর্ষণের শিকার

0

 ২০২০ সালে দেশে প্রতিদিন ধর্ষণের শিকার হয়েছেন গড়ে চার জনেরও বেশি নারী। সংখ্যায় যা দেড় হাজারের বেশি। বিভিন্ন বেসরকারি সংস্থার পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে।

আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২০ সালে দেশে ধর্ষণের শিকার হয়েছেন ১ হাজার ৬৯৪ জন, যা গড়ে প্রতিমাসে ১৪১ জন। যার মধ্যে একক ধর্ষণের শিকার ১৩০২, সংঘবদ্ধ ধর্ষণের শিকার ৩১৭, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৫৩ জনকে। আর ধর্ষণের পর আত্মহত্যা করেছেন ১৪ জন।

এছাড়া বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে ধর্ষণের শিকার হয়েছেন ১ হাজার ৩৪৬ জন নারী ও শিশু। যেখানে একক ধর্ষণের শিকার ১০৭৪ জন, সংঘবদ্ধ ধর্ষণের শিকার ২৩৬ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৩ জনকে। আর ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন তিনজন।

সংশ্লিষ্টরা বলছেন, সহিংসতার ভয়াবহতা জাতির জন্য অশনি সংকেত। তাই পারিবারিক শিক্ষা, দৃষ্টিভঙ্গির পাশাপাশি শিক্ষাব্যবস্থা পরিবর্তনের পরামর্শ তাদের।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com