ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ৮১
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১। ভূমিকম্প পরবর্তী অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা এখনো চলছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা।
সোমবার সংস্থাটির মুখপাত্র রাদিত্য জতি এক বিবৃতিতে জানান, ভূমিকম্পে এখন পর্যন্ত ৮১ জনের প্রাণহানী নিশ্চিত করা হয়েছে। এই দুর্যোগে আরো ২৫০ জন আহত হয়েছেন।
ভূমিকম্পে ওই অঞ্চলের বসতবাড়ি, দোকানপাট, হাসপাতাল ও হোটেলসহ বিভিন্ন ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে গত শুক্রবার সুলাওয়েসি দ্বীপে ৬.২ মাত্রার তীব্রতার এই ভূমিকম্প আঘাত হানে।
সূত্র : রয়টার্স