ইসরায়েলের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে আমিরাত

0

গ্রিসে ইসরায়েলের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। গত বছরের আগস্টে ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর এই প্রথম তারা প্রকাশ্যে সামরিক সহযোগিতায় অন্তর্ভুক্ত হচ্ছে। 

ইসরায়েলের সামরিক সূত্রগুলোর বরাত দিয়ে আল-আওসাত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি দৈনিক মারিভ এক প্রতিবেদনে বলছে, আন্তর্জাতিক সামরিক মহড়ার অংশ হিসেবে ইসরায়েল ওই মহড়ায় যুক্ত হবে। 

জানা গেছে, যুক্তরাষ্ট্র, কানাডা, স্লোভাকিয়া, স্পেন ও সাইপ্রাসের যুদ্ধবিমানও সেই সামরিক মহড়ায় অংশ নেওয়ার কথা। যদিও মহড়া অনুষ্ঠানের সুনির্দিষ্ট তারিখ এখনো প্রকাশ করা হয়নি।

ভূমধ্যসাগরে তেল ও গ্যাসের অনুসন্ধান নিয়ে তুরস্কের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই এই মহড়ার আয়োজন করছে গ্রিস।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com