প্রস্তুতি ম্যাচে সাকিবদের উড়িয়ে দিল তামিমরা
ওয়ানডে সিরিজের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে তামিম একাদশ। শনিবার (১৬ জানুয়ারি) বিকেএসপিতে সাকিব-রিয়াদদের ৮ উইকেটে হারিয়েছে তামিমরা। প্রথম প্রস্তুতি ম্যাচে এই প্রতিপক্ষের সাথে হেরেছিল তামিমরা।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৫ ওভারে সাত উইকেটে ২২৩ রান করে মাহমুদউল্লাহ একাদশ। জবাবে তামিম একাদশ জয়ের বন্দরে পৌঁছায় দুই উইকেট হারিয়ে ৩৫.২ ওভারে।
ব্যাট হাতে দলের হয়ে দারুণ খেলেছেন অধিনায়ক তামিম ইকবাল। ৮০ বলে ৮০ রান করে স্বেচ্ছায় অবসরের যান তিনি। ৪৮ রানের ইনিংস খেলেন ওপেনার লিটন দাস। ৫১ বলে ৬১ রান করেন নাজমুল হোসেন শান্ত।
এর আগে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ একাদশের দুজন পান ফিফটির দেখা। রান খরা কাটিয়ে সাকিব পান ফিফটি। ৮২ বলে ৫২ রান করে বিশ্বসেরা অলরাউন্ডার।
৬৮ বলে বরাবর ৫০ রান করে ফেরেন ওপেনার নাঈম শেখ। এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত ৩১, মুশফিকুর রহিম ২৫, ইয়াসির আলী ২৪ রান করেন। সাইফউদ্দিন ও মেহেদী হাসান দুটি করে উইকেট লাভ করেন।