টিকা নিয়ে মোদীর বিরুদ্ধে মমতার অভিযোগ
ভারতে শনিবার (১৬ জানুয়ারি) বহু প্রতীক্ষিত করোনার টিকাদান শুরু হয়েছে। আর টিকাদান কর্মসূচির প্রথম দিনেই পশ্চিমবঙ্গে প্রয়োজনের তুলনায় মোদী সরকার কম টিকা পাঠিয়েছে বলে অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
শনিবার সকালে এক ভার্চুয়াল অনুষ্ঠানে করোনাকালীন সম্মুখ সারির যোদ্ধাদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। তারপর, সকল রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, রাজ্যের সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেব। প্রয়োজনে ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে কিনব। প্রথম দফায় যদিও প্রায় ৫.৮ লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা ছিল। অপর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহের কারণে সেই সংখ্যার অর্ধেক করা হয়েছে।