দিনাজপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

0

দিনাজপুরের হাকিমপুরে এক মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় এনামুল হক (২৬) নামের এক শিক্ষককে আটক করা হয়েছে।

আজ শনিবার উপজেলার চারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। এনামুল হক উপজেলার মারফুযুল উলুম আল ইসলামীয়া মাদরাসার শিক্ষক। তিনি একই উপজেলার তিতশ্বর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, এনামুল হক দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে যৌন হয়রানি করে আসছিলেন। এ ব্যাপারে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে ওই শিক্ষকের নামে থানায় মামলা করেন।

শনিবার দুপুরে আসামিকে উপজেলার চারমাথা এলাকা থেকে আটক করা হয়। তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.