মুরগির কলিজা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা যায় না: আফ্রিদি

0

পাকিস্তান ক্রিকেটে সাম্প্রতিক ঝামেলার বিষয়ে রীতিমতো বিরক্ত শহিদ আফ্রিদি। অবসরের বিষয়ে পাল্টাপাল্টি মন্তব্যে বাকযুদ্ধে জড়াচ্ছেন মোহাম্মদ আমির ও দলের কোচ মিসবাহ উল হক, ওয়াকার ইউনিসরা। যা মোটেও ভালো লাগছে না দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি অধিনায়ক আফ্রিদির।

তার মতে, এখন আমির ও ওয়াকারের মধ্যে যে মতভেদ হচ্ছে, তা পাকিস্তান ক্রিকেটে প্রচলিত রীতির মতো হয়ে গেছে। শুধু তাই নয়, ওয়াকারের সঙ্গে নিজের বনিবনা না হওয়ার বিষয়েও কথা বলেছেন আফ্রিদি। লাহোরে একটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ বিষয়ে কথা বলেছেন আফ্রিদি।

তিনি বলেন, ‘কোচিং স্টাফ এবং মোহাম্মদ আমিরের মধ্যকার দ্বন্দ্বটা ঐতিহ্যের ধারাবাহিকতা বলা যায়। ওয়াকার ইউনিসের সঙ্গে আমার মতভেদের বিষয়টা সবারই জানা। এটা ভালো কোনো বিষয় নয়। খেলোয়াড়দের সঙ্গে ক্রিকেট বোর্ডের একটা অভিভাবকসুলভ সম্পর্ক রয়েছে। আমির হোক বা অন্য কেউ, বোর্ডের উচিত তাদের নির্দিষ্ট পরিকল্পনার বিষয়ে আলোচনা করা।’

আফ্রিদি আরও যোগ করেন, ‘কোচিং স্টাফের বদলে যদি নির্বাচক প্যানেলের চেয়ারম্যান কিংবা প্রধান নির্বাচক যদি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন, তাহলে এটা ভালো হবে। আমিরের বিষয়টা কারণ ছাড়াই বড় করা হয়েছে। বোর্ডের উচিত আমিরের সঙ্গে কথা বলে এর একটা সুরাহা করা। একজন খেলোয়াড়ের বাজে সময়ে কোচের উচিত তার পাশে দাঁড়ানো। দেশ ও দলের জন্য সবাই মিলে একসঙ্গে কাজ করা উচিত।’

শুক্রবার ঘোষণা করা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য পাকিস্তানের ২০ সদস্যের স্কোয়াড। এ দল নিয়েও অসন্তোষ রয়েছে আফ্রিদির। টি-টোয়েন্টির পারফরম্যান্স দেখে টেস্ট স্কোয়াডে নেয়ার কোনো যুক্তি খুঁজে পান না তিনি। ভালো করার জন্য শোয়েব মালিকদের মতো খেলোয়াড় গড়ার পরামর্শই দিয়েছেন আফ্রিদি।

তার ভাষ্য, ‘তারা নিজেদের ফিটনেসের বিষয়টি পাশ কাটিয়ে করোনাভাইরাসের ওপর দায় চাপিয়েছে। তারা তিনটি টি-টোয়েন্টি পারফরম্যান্সের ওপর ভিত্তি করে টেস্ট দলে খেলোয়াড় নিয়েছে। এমন প্রতিভা অল্প দিনেই হারিয়ে যায়। জাতীয় দলে আনার আগে মোহাম্মদ হাফিজ বা শোয়েব মালিকদের মতো খেলোয়াড় গড়তে হবে। মালিক এই দলের মেরুদণ্ড। সামনে বিশ্বকাপের কথা চিন্তা করে মালিককে দলে রাখতে হবে।’

এসময় তিনি হেড কোচ মিসবাহ উল হককে আরও সাহসী হওয়ার তাগাদা দিয়েছেন। আফ্রিদির মতে, মুরগির কলিজা তথা ভীতু হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব নয়। এছাড়া সাবেক তারকা ক্রিকেটারদের বয়সভিত্তিক ক্রিকেটে দায়িত্ব নেয়া উচিত বলে মনে করেন ৪৩ বছর বয়সী এ সাবেক তারকা অলরাউন্ডার।

আফ্রিদি বলেছেন, ‘দেশের হয়ে মিসবাহ অনেক কিছু অর্জন করেছেন। তবে বর্তমান দলের আরেকটু সাহসী খেলা উচিত। আপনি মুরগির কলিজা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন না। যারা চাপের মুখে লড়তে পারে, তারাই শুধুমাত্র সাফল্য আনতে পারে।’

‘আমি মনে করি, সাবেক খেলোয়াড়দের শুধুমাত্র জাতীয় দলের কোচ হওয়ার দিলেই চলবে না। মোহাম্মদ ইউসুফ, ইনজামাম উল হক, ইউনিস খানদের মতো তারকা ক্রিকেটাররা জুনিয়র লেভেলের ক্রিকেটারদের নিয়েও অনেক ভালো কিছু করতে পারেন। যেমনটা ভারতের হয়ে করছেন রাহুল দ্রাবিড়।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com