পাকিস্তানকে অস্থিতিশীল করতে ভারত আইএসকে ব্যবহার করছে: ইমরান
পাকিস্তানকে অস্থিতিশীল করতে ভারত আইএসকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি বলেন, বেলুচিস্তানে শিয়া সম্প্রদায়ের হাজারা কয়লা শ্রমিক হত্যার পেছনে আইএসের হাত রয়েছে। এই অঞ্চলে থাকা আইএস পাকিস্তানের ব্যাপক ক্ষতি করেছে। বিশেষ করে শিয়া হাজারা সম্প্রদায়কে প্রতিনিয়ত টার্গেট করা হচ্ছে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যমতে, ভারত এই আইএসকে সমর্থন দিয়ে যাচ্ছে। বিশেষ করে পাকিস্তানে অশান্তি ছড়িয়ে দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের পূর্ব পরিকল্পনা ছিল।
গত বছরের মার্চে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার এক আলোচনায়ও ইমরান বলেন, শিয়া ও সুন্নিদের হত্যা করে পাকিস্তানে সাম্প্রদায়িকতা ছড়িয়ে দিচ্ছে দিল্লি।