চোখ-কান খোলা রাখুন, করোনার চেয়ে বেশি ভয়ঙ্কর বিজেপি: এমপি নুসরত জাহান
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি নুসরত জাহান বিজেপিকে করোনার চেয়ে বেশি ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন। তিনি এজন্য সবাইকে চোখ, কান খোলা রাখার আহ্বান জানিয়েছেন। নুসরত জাহান এমপি (বৃহস্পতিবার) দেগঙ্গায় এক রক্তদান শিবিরে উপস্থিত হয়ে বক্তব্য রাখার সময়ে এধরণের মন্তব্য করেন।
নুসরত জাহান বলেন, ‘মানুষই, মানুষের পাশে দাঁড়ায়। শুধু এটুকু বলব যে একটু চোখ-কান খোলা রাখবেন। অনেকেই চারপাশে করোনার চেয়ে বেশি ভয়ঙ্কর! করোনার থেকে বেশি ভয়ঙ্কর কী জানেন? বিজেপি। কারণ, ওরা আমাদের কালচার বোঝে না। কারণ ওরা মনুষ্যত্বের দাম বোঝে না, ওরা বোঝে না আমাদের পরিশ্রম। ওরা বোঝে শুধু বিজনেস।’
নুসরত জাহান এমপি বিজেপি সম্পর্কে আজ আরও বলেন, ‘ওদের কাছে প্রচুর টাকা। আরা টাকা ছড়ানোর পরে যেটা করে, সেটা হচ্ছে ধর্মকে ভিত্তি করে মানুষের মধ্যে দাঙ্গা বাধায়। ওদের হাত এমনিই রক্তে লাল। আপনারা সবই তা জানেন। আমাকে আলাদা করে বোঝাতে হবে না। আজকে আপনাদের বাড়িতে কোনও অসুবিধা হয়, আপনাদের এক ডাকে কিন্তু আপনাদের চারপাশের লোক পৌঁছে যাবে। সবাই আমরা আসব। কিন্তু ওদেরকে আপনারা চাইলেও হাতের কাছে পাবেন না। কারণ তাদের নিজেদের নেতাদের দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোরের মত জায়গা থেকে দূর দূর থেকে নিয়ে আসে। তারা মাসে দু’দিন নির্দিষ্ট করে এবং তারপরে এখানে আসেন। ওদেরকে আপনারা মাসে মাত্র দু’দিন পাবেন। তার থেকে বেশি কিন্তু পাবেন না। তাহলে আপনাদের অসুবিধা হলে দেখবে কে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটার দিকে একটু নজর রাখবেন।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (দিদি) বিভিন্ন সরকারি প্রকল্পের কথা উল্লেখ করে নুসরত জাহান এমপি আরও বলেন, বাংলায় বিভিন্ন প্রকল্পের বন্যা বইয়ে দিয়েছেন দিদি। আজকে ‘দুয়ারে সরকার’ কর্মসূচির মাধ্যমে সকলেই কিন্তু সুবিধা পাচ্ছেন। আমি যতগুলো ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে গিয়েছি, দেখেছি মানুষের বন্যা সেখানে। সবাইকে নথিভুক্ত করা হচ্ছে এবং সবাই সুবিধা পাচ্ছেন। সেজন্য বাংলার মানুষের জন্য যিনি লড়াই করছেন, আপনারা নিজেরাই বুঝবেন আপনাদের সঠিক সিদ্ধান্ত কী হবে।’
তিনি বলেন, আগামীদিন যদি ভালোভাবে যেভাবে হিন্দু-মুসলিম-খ্রিস্টান নির্বিশেষে সকলে আমরা একসঙ্গে বাস করেছি, আগামীদিনে যদি আমাদের এইভাবেই এগিয়ে চলতে হয় তাহলে কিন্তু আমাদের ‘দিদি’কে দরকার। কারণ যেখানে বিজেপি সরকার ঢোকে সেখানে কেবল তারাই থাকে, আর অন্য মানুষেরা কিন্তু বাঁচতে পারে না। আর যদি সংখ্যালঘুদের কথা বলতে হয় তাহলে আপনারা জানেন, যখন বিজেপি সরকার যেখানে আসে সেখানে কিন্তু মাইনরটিদের কাউন্টডাউন শুরু হয়ে যায়।’