হোয়াটসঅ্যাপ ছেড়ে দিয়ে তুরস্কের বিআইপি অ্যাপ ব্যবহার শুরু করলেন এরদোগান
হোয়াটসঅ্যাপ ব্যবহার ছেড়ে দিয়ে তার বিকল্প হিসেবে আনুষ্ঠানিকভাবে তুর্কী বিআইপি এবং টেলিগ্রাম অ্যাপে যুক্ত হলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
বুধবার (১৩ জানুয়ারি) অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এরদোগান নিজেই এতথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ আমি যোগাযোগধর্মী বিআইপি এবং টেলিগ্রাম অ্যাপে যুক্ত হয়েছি।
এই ছোট বিবৃতিটির শেষাংশে তুর্কী বিআইপি এবং টেলিগ্রাম অ্যাপের লিংক দিয়ে ‘সাবস্ক্রাইব করতে শুধু ট্যাপ করুন’ লেখা থাকতেও দেখা যায়।
উল্লেখ্য, গত সোমবার (১১ জানুয়ারি) হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের নতুন প্রাইভেসি পলিসির প্রবর্তন ও এর কারণ ব্যাখ্যার পর তার ব্যবহার বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিল এরদোগানের অফিসিয়াল মিডিয়া সেল।
কারণ হিসেবে তারা ইউরোপীয় এবং অ-ইউরোপীয় বা অনুন্নত রাষ্ট্রগুলোতে হোয়াটসঅ্যাপের বৈষম্যমূলক প্রাইভেসি নীতিমালাকে দায়ী করে।