এলপিজির মূল্য পুনর্নির্ধারণে গণশুনানি ১৪ জানুয়ারি
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) মূল্য পুনর্নির্ধারণের জন্য গণশুনানি আগামী ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের শহীদ একেএম শামসুল হক খান মেমোরিয়াল হলে এই গণশুনানি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ওইদিন গণশুনানি শেষ না হলে প্রয়োজনে ১৭ বা ১৮ জানুয়ারি পর্যন্ত তা অব্যাহত রাখা হবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তালিকাভুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থার প্রতিনিধি গণশুনানিতে অংশগ্রহণ করে এলপিজির মূল্যহার পুনর্নির্ধারণ বিষয়ে বিশ্লেষণধর্মী তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট দলিলাদি উপস্থাপন করতে পারবেন বলেও তথ্য বিবরণীতে জানানো হয়।