মাশরাফি গ্রেট ক্রিকেটার, তার অভাব বোধ করবে দল: আকরাম খান

0

মাশরাফি বিন মর্তুজা বিসিবির দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নেই। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে লক্ষ্য ও পরিকল্পনা হাতে নিয়েছে, তাতে নেই টাইগারদের গত বিশ্বকাপে নেতৃত্ব দেয়া অধিনায়ক।

মাশরাফিকে বাইরে রেখেই ঘোষিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের প্রাথমিক ওয়ানডে স্কোয়াড। ২৪ জনের প্রাথমিক দলে মাশরাফিকে না রাখার কারণ ব্যাখ্যা করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, আসলে বিসিবির ভবিষ্যত লক্ষ্য ও পরিকল্পনায় নেই মাশরাফি। তাই সবার মতামত নিয়েই তাকে বাইরে রাখা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪ জনের প্রাথমিক ওয়ানডে দল ঘোষণার সময় আরও অনেক কথাই বলেছেন প্রধান নির্বাচক। তবে কোথাও এমন কথা বলা নেই যে, দলে মাশরাফির অভাব অনুভূত হবে। বরং বলেছেন, ‘২০২৩ সালের বিশ্বকাপের কথা ভেবে বোর্ড, টিম ম্যানেজম্যান্ট ও সবাই মিলে সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছি। তাই মাশরাফিকে বাদ দিতে হয়েছে। আমরা মনে করি, এটা একটা নতুন করে পথ চলা। মাশরাফির জায়গায় যেই খেলবে, তার জন্য এটা অনেক বড় সুযোগ। একজন খেলোয়াড়কে আমাদের গড়ে তুলতে হবে এর মাধ্যমে।’

নান্নু আরও যোগ করেন, ‘এখানে (মাশরাফিকে বাদ দেয়া) অনেক ইস্যুই এসেছে। সবকিছু মিলিয়েই এ সিদ্ধান্ত। টিম ম্যানেজম্যান্ট আমাদের একটা প্ল্যান দিয়েছে। আমরাও আমাদের প্ল্যান নিয়ে অনেক আলোচনা করেছি। যেটা বললাম, সিদ্ধান্তটা অনেক আলোচনার পরই এসেছে। এ সিদ্ধান্তটা আমাদের দেশের ক্রিকেটের জন্য, সামনের দিনগুলোর কথা চিন্তা করেই নেয়া।’

প্রধান নির্বাচকের শেষ কথা ছিল, ‘তরুণ খেলোয়াড়দের তো সুযোগটা দিতে হবে। তাই ২০২১ সালে আমরা নতুনভাবে পরিকল্পনা শুরু করছি, প্রায় দশ মাস পর ক্রিকেট সিরিজ শুরু হচ্ছে।’

ওপরের কথাবার্তায় একটি লাইনও নেই যেখানে অধিনায়ক কিংবা পেসার মাশরাফিকে মিস করার কথা উল্লেখ আছে। আসলে প্রধান নির্বাচকের কথা শুনে বরং মনে হয়েছে, মাশরাফির অভাব বোধ করা নয়, বরং তার জায়গায় নতুন কাউকে সুযোগ দেয়াটাকেই সঠিক সিদ্ধান্ত মনে করছেন তারা।

তবে অনেক দেরিতে হলেও (শনিবার) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান স্বীকার করেছেন, মাশরাফির অভাব বোধ করবে দল। খেলোয়াড় মাশরাফি এবং অধিনায়ক মাশরাফি দুই জায়গায়ই দলে একটা শূন্যতা তৈরি হবে মনে করেন আকরাম।

টাইগার দলের সাবেক অধিনায়কের ভাষায়, ‘মাশরাফি একজন গ্রেট খেলোয়াড়, কোনো সন্দেহ নেই। সে আমাদের অন্যতম সেরা অধিনায়কও। ওর মত একজন খেলোয়াড় স্কোয়াডে না থাকাটা দলের শক্তি কমিয়েছে। ওর যে অভিজ্ঞতা সেটার অভাব কিন্তু সবাই অনুভব করবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com