একনজরে পিএসএলের সূচি
ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর। ইতোমধ্যে টুর্নামেন্টটির সূচি চূড়ান্ত করে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২০ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন করাচি কিংসের মুখোমুখি হবে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ২২ মার্চ গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে পিএসএলের ষষ্ঠ আসরের।
একনজরে পিএসএলের সূচি:
করোনার কথা মাথায় রেখে করাচি ও লাহোরে হবে পিএসএলের ম্যাচগুলো। করোনা পরিস্থিতি বিচার করে সরকারি নির্দেশনা অনুযায়ী গ্যালারিতে দর্শকদের প্রবেশাধিকার দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।