মোদির বাবা ট্রাম্প হেরে গেছেন, এবার মোদিও হারবেন: সৌগত রায়
ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প হেরে গেছেন, এর পরের বার মোদিও হারবেন।
শনিবার (৯ জানুয়ারি) ব্যারাকপুরে এক জনসমাবেশের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক সৌগত রায় হিন্দুত্ববাদী বিজেপি ও নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করে বলেন, মোদি এবং অমিত শাহ আহমেদাবাদে বসে ছিল ট্রাম্পকে অভ্যর্থনা দেওয়ার জন্য। দিল্লিতে সে সময়ে রায়ট হচ্ছে, ভারতবর্ষে সেসময়ে করোনা হচ্ছে। কিন্তু সেসময়ে ওরা ট্রাম্পকে স্বাগত জানিয়েছে। আজকে ট্রাম্প হেরে যাওয়ার পরে মোদির লজ্জা থাকলে দেশের মানুষের কাছে কান ধরে ক্ষমা চাওয়া উচিত ছিল। সেই সৎ সাহস মোদির নেই।
অধ্যাপক সৌগত রায় পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষের তীব্র কটাক্ষ করে আরও বলেন, দিলীপ ঘোষ এখানে উন্মত্ত ষাঁড়ের মত চিৎকার করে বেড়াচ্ছে আমরা বিজেপি, আমরা জিতব। আরে তুমি কী জিতবে? তোমার মোদির বাবা ট্রাম্প তো হেরে গিয়েছে। এর পরের বার মোদিও হারবে।