আনুশকা হত্যার বিচারের দাবিতে মোমবাতি হাতে সহপাঠীদের মিছিল

0

রাজধানীতে ও লেভেল স্কুলছাত্রী আনুশকা নূর আমিনের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং সংশ্লিষ্টদের বিচারের দাবিতে মোমবাতি হাতে আলোর মিছিল করেছেন মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী-অভিভাবকরা। 

শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরের সাম্পান রেস্তোরাঁর সামনে এ প্রতিবাদ করেন শিক্ষার্থী-অভিভাবকরা।

অভিযুক্ত ফারদিন ইফতেখার দিহানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, যারা এই অন্যায়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল অনতিবিলম্বে তাদেরও সাজা নিশ্চিতের করা হোক। এছাড়া ধর্ষকের পক্ষে যারা যুক্তি দিচ্ছে এবং মেয়েটির পরিবারকে হুমকি দিচ্ছে তাদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানায়। 

বয়স নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সেই বিষয়ে সহপাঠী মাস্টারমাইন্ড স্কুলের দশম শ্রেণির ছাত্রী নেহা জামান জানান, পাসপোর্টসহ সব জায়গায় মেয়েটির বয়স ১৭ বছর উল্লেখ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ১৯ বছর নির্ধারণ করা অনৈতিক। এছাড়া দিহানের বয়স ২১ হলেও মামলার কার্যক্রমে তার বয়স কম দেখানো হয়েছে। এতে করে তার ছাড় পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্মসূচিতে মাস্টারমাইন্ড, ম্যাপেল লিফ, স্কলাস্টিকাসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com