পাকিস্তান লিগে বাংলাদেশের ক্রিকেটাররা কে কোন ক্যাটাগরিতে
আগামীকাল (রোববার) লাহোরে হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। যে ড্রাফটে রয়েছেন বাংলাদেশের এক ঝাঁক ক্রিকেটার।
ড্রাফটে খেলোয়াড়দের চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে-প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড আর সিলভার। সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। এরপর ডায়মন্ড ক্যাটাগরিতেও বাংলাদেশের একজন-অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশের সবচেয়ে বেশি খেলোয়াড় আছেন গোল্ড ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে ড্রাফটে রয়েছেন মোট ১১ জন। তারা হলেন-আবুল হাসান, আফিফ হোসেন ধ্রুব, আল আমিন হোসেন, অলক কাপালি, জুবায়ের হোসেন লিখন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, সানজামুল ইসলাম এবং তাসকিন আহমেদ।
আর সবশেষ ক্যাটাগরি সিলভারে বাংলাদেশের ৭ ক্রিকেটার আছেন। তারা হলেন-আবু সায়েম চৌধুরী, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, মনির হোসেন, নাসুম আহমেদ এবং রাফসান আল মাহমুদ।
সাকিব আল হাসান, তামিম ইকবাল মুশফিকুর রহীমের মতো বড় তারকাদের রাখা হয়নি কোনো ক্যাটাগরিতেই। তবে চার ক্যাটাগরিতে মোট ২০ জন বাংলাদেশি ক্রিকেটার জায়গা পেয়েছেন। তাদের মধ্য থেকে পছন্দের খেলোয়াড় বেছে নেবে পিএসএলের ছয় দল।
প্লাটিনাম ক্যাটাগরিতে মোস্তাফিজের সঙ্গে আছেন ক্রিস গেইল, ডেল স্টেইন, এভিন লুইস, রশিদ খান, থিসারা পেরেরার মতো টি-টোয়েন্টি স্পেশালিস্টরা।
ডায়মন্ড ক্যাটাগরিতে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে আছে হাসান আলি, আন্দ্রে ফ্লেচার, হজরতউল্লাহ জাজাই, ক্রিসমার সান্তোকি, লাহিরু থিরিমান্নে, লুক রাইট, শেলডন কট্রেল, সুরাঙ্গা লাকমলের মতো পরিচিত মুখ।
গোল্ড ক্যাটাগরিতে বড় তারকাদের মধ্যে আছেন ডোয়াইন অলিভার, কেভিড ও’ব্রায়েন, কুশল পেরেরা, মোহাম্মদ শাহজাদ, রবি বোপারা, উপুল থারাঙ্গারা।
আর সিলভার ক্যাটাগরিতে পরিচিত মুখের মধ্যে অন্যতম অ্যান্ডি বালবির্নি, আসঘর আফগান, ধনঞ্জয়া ডি সিলভা, দিমুথ করুনারত্নে, ইমরান খান, সামিউল্লাহ সিনওয়ারি, উসমান গনি।
পিএসএলের এবারের আসরটি হবে ফেব্রুয়ারি-মার্চে। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে অনেক বিশ্বতারকাকেই এবার পাওয়া যাবে এ টুর্নামেন্টে। আবার অনেকে খেলবেন অল্প কয়েকটি ম্যাচ।
পিএসএল ড্রাফটে বাংলাদেশের ২০ ক্রিকেটার
প্লাটিনাম ক্যাটাগরি : মোস্তাফিজুর রহমান
ডায়মন্ড ক্যাটাগরি : মাহমুদউল্লাহ রিয়াদ
গোল্ড ক্যাটাগরি : আবুল হাসান, আফিফ হোসেন ধ্রুব, আল আমিন হোসেন, অলক কাপালি, জুবায়ের হোসেন লিখন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ।
সিলভার ক্যাটাগরি : আবু সায়েম চৌধুরী, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, মনির হোসেন, নাসুম আহমেদ, রাফসান আল মাহমুদ।